Advertisement

Smriti Irani In Aajtak G20 Summit: সব সময় রেগে থাকেন কেন আপনি? উত্তরে যা বললেন স্মৃতি ইরানি

কেন এত রেগে যান। আজতক জি-টোয়েন্টি সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে প্রশ্ন করা হলে তিনি জানান,সংসদে রাগান্বিত ছিলেন না। কিন্তু এমন প্রশ্ন করা হয়েছিল, কিন্তু যেহেতু ক্যামেরার ফ্রেম আমার দিকে ছিল। লোকেরা আমাকে রাগান্বিত দেখতে পায়। সংসদে এমন প্রতিক্রিয়া দিলে জবাব তো দিতে হবে। তিনি জানেন যে, ক্যামেরার পিছনে যদি কোনও ব্যক্তি দুর্ব্যবহার করে, তাহলে বা এমন কোনও শব্দ চয়ন করে, সেটা আমি স্বীকার করতে পারবো না। সেটা আমি মেনে নিতে পারব না।

Advertisement
POST A COMMENT