scorecardresearch
 
Advertisement

Gaan-Ngai Festival 2023: মণিপুরে ফসল তোলার পর ঐতিহ্যবাহী গাঁ-নগাই উৎসব পালন

Gaan-Ngai Festival 2023: মণিপুরে ফসল তোলার পর ঐতিহ্যবাহী গাঁ-নগাই উৎসব পালন

জেলিয়ানগ্রং এবং কাবুই সম্প্রদায়ের সবচেয়ে রঙিন উৎসব গাঁ-নগাই। এই উৎসবটি ৪ জানুয়ারী থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে। বিভিন্ন জাতি সম্প্রদায় অধ্যুষিত মণিপুরের রয়েছে তার নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্য। কিন্তু অনেক আচার ও প্রথাগত উৎসব আর পালিত হয় না। তা সত্ত্বেও, গাঁ-নগাই হল এমনই একটি আদিবাসী উৎসব যা এখনও প্রতি বছর জেলিয়ানগ্রং এবং কাবুই জাতিগোষ্ঠীর মানুষরা উদযাপন করে। যারা সংক্ষিপ্ত TRC-তে আদিবাসী ধর্ম টিংকাও রাগওয়াং চাপরিয়াক অনুসরণ করে। এই প্রথাগত উৎসবটি কমপক্ষে পাঁচ থেকে সাত দিন ধরে উদযাপন করা হবে।

Gaan Ngai festival

Advertisement