দুর্গাপুজোয় বড় খবর ভারতবাসীর জন্য। ফের মহাকাশে পাড়ি দিতে চলেছে ভারত। চন্দ্রযান-3 এর সাফল্যের পর ইসরোর লক্ষ্য এখন মিশন গগনযান৷ আর কবে সেই যান পাড়ি দেবে? তার দিনক্ষণ ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মিশন গগনযান-এর কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে একক ভাবে মহাকাশযাত্রা করবে ভারত। শুরু হচ্ছে তাড়ই পরীক্ষামূলক প্রস্তুতি৷ মঙ্গলবার নয়াদিল্লিতে মহড়ার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জানা গিয়েছে দুবার মহড়ার পর ভারতীয় নভোচরদের নিয়ে রওনা দেবে গগনযান।
Gaganyaan Unmanned Test Flight Will Be Launched On 21 October Says Union Minister Jitendra Singh