প্রতিবছরই জম্মুতে জনপ্রিয়তা বাড়ছে গণেশ পুজোর। সেই জন্য চাহিদা বাড়ছে গণেশ মূর্তিরও। জম্মুর ঘরে ঘরে এখন গণেশ পুজো হচ্ছে। আর তাই সেই চাহিদা পূরণ করতে রাজস্থান থেকে শিল্পীরা আসেন জম্মুতে। রাস্তার ধারে বসেই তারা গণেশ মূর্তি বানান এবং বিক্রি করেন। চান্নি, আখনুর রোড ক্রিকুটানগর এবং শহরের বিভিন্ন জায়গায় কারিগররা ৩ থেকে ৫ ফুট উচ্চতার মূর্তি তৈরি করছেন।