Advertisement

Ayodhya Ram Temple Replica: গণেশ পুজোর থিম অযোধ্যার রাম মন্দির, দর্শন করুন পুণের বিখ্যাত গণপতি

পুণের বিখ্যাত দগডুশেঠ হালওয়াই গণপতি মন্দিরের এবছরের থিম অযোধ্যার রাম মন্দির। প্রতি বছর বিভিন্ন থিম করে এই পুজো কর্তৃপক্ষ। এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আমন্ত্রণ জানিয়েছে তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের জওয়ানরা গণেশ আরতি করবেন।

Advertisement
POST A COMMENT