Advertisement

Salal Dam: বর্ষা আসার আগে খুলে দেওয়া হল চেনাব নদীর উপর সালাল বাঁধের গেট , দেখুন VIDEO

জম্মু ও কাশ্মীর চেনাব নদীর উপর সালাল বাঁধের গেট খুলে দেওয়া হল। নদীতে পলি জমেছে তার উপর নদীর জলের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। বর্ষা আসার আগে প্রস্তুতি নিতে খুলে দেওয়া হয় সালাল বাঁধের গেট। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল গ্রামের উপর চেনাব নদীর উপর তৈরি হয়েছে সালাল বাঁধ। রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র।

Advertisement
POST A COMMENT