scorecardresearch
 
Advertisement

MP Heavy Rain: মুষুলধারে বৃষ্টিতে ভযঙ্কর রূপ নর্মদার, ব্রিজের ওপর দিয়ে বইছে জল, ডুবেছে মন্দির

MP Heavy Rain: মুষুলধারে বৃষ্টিতে ভযঙ্কর রূপ নর্মদার, ব্রিজের ওপর দিয়ে বইছে জল, ডুবেছে মন্দির

মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জায়গায় মুষলধারে বৃষ্টির কারণে গোপদ ও নর্মদা নদী বিপদসীমার ওপর দিয়ে বইছে। সিধী-সিংরাউলী সড়কের সংযোগকারী গোপদ নদীর স্রোত থাকায় ব্রিজের ওপর জল জমে আছে। নর্মদা নদীর ঢেউয়ের তীরে নির্মিত মন্দির ও ঘাট তলিয়ে গেছে। নর্মদা নদীর জল দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং উপনদীগুলোও বিপর্যস্ত হচ্ছে বলে জানা গেছে। খামার, চক্কর, সিওনি, বুধনার সহ নদী ও স্রোতগুলিও বিপর্যস্ত বলে জানা গেছে। নদীর তীরবর্তী নিচু এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হয়েছে। অবিরাম বৃষ্টির কারণে যোগাযোগ বিঘ্নিত হয়েছে, উদ্ধার তৎপরতা ও পুনঃস্থাপন এখনও চলছে।

Advertisement