Advertisement

Gujarat Assembly Elections: বিজেপি শাসন থেকে গুজরাত মুক্তি চায়, "পঞ্চায়েত আজতক"-এ দাবি AAP সাংসদ রাঘব চাড্ডার

গুজরাতের নির্বাচন প্রায় দোরগোড়ায়। গুজরাত রাজনীতিতে জায়গা করতে মরিয়া AAP। আর এই নির্বাচন নিয়ে বিশেষ অনুষ্ঠান "পঞ্চায়েত আজতক" এ এসেছিলেন AAP সাংসদ রাঘব চাড্ডা। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল গুজরাত নির্বাচন পাঞ্জাব নির্বাচন থেকে কীভাবে আলাদা। তিনি বলেন গুজরাতের জনতা বিজেপি সরকারের শাসন থেকে মুক্তি চায়। তিনি আরও কী বললেন শুনুন।

Gujarat Assembly Elections

Advertisement
POST A COMMENT