ইভিএম-এ কারচুপির অভিযোগে গণনা কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করে এক কংগ্রেস প্রার্থী। চলছে গুজরাত বিধানসভা ভোটের গণনা। ইতিমধ্যে বিপুল ভোটে এগিয়ে আছে বিজেপি। এরমধ্যে ইভিএমে কারচুপির অভিযোগ তোলে গান্ধীধামের কংগ্রেস প্রার্থী। তাঁর অভিযোগ ইভিএম সঠিকভাবে সিল করা হয়নি এবং কিছু ইভিএমে স্বাক্ষর নেই। অভিযোগ জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই গণনা কেন্দ্রেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
Congress candidate attempts suicide at counting center in Gandhidham