মসজিদের আজানের শব্দ নাকি শিশুদের খুব ক্ষতি করে। তাই তা বন্ধ করতে জোর কদমে উদ্যোগ নেওয়ার চেষ্টা। বিষয়টা একেবারে কোর্ট পর্যন্ত গড়ায়। তবে কোর্টের পর্যবেক্ষণ হল শুধু মসজিদের আজানের শব্দ ক্ষতিকারক? আর এই যে মন্দিরে ঢাক ঢোল বাজে- তা শব্দ দূষণ ঘটায় না? এই প্রেক্ষিতে মসজিদে মাইক বন্ধের যে আর্জি তা খারিজও করে দেয় হাইকোর্ট। আসলে মজসিদের আজান নাকি শব্দ দূষণ ঘটনায় সেই নিয়ে গুজরাট হাইকোর্টে একটা মামলা দায়ের করা হয়। এবার আপনাদের বলি পিটিশনে ঠিক কী উল্লেখ ছিল?
Gujarat High Court Dismisses Plea To Ban Loudspeakers