scorecardresearch
 
Advertisement

Hail Storm in Rajasthan: টেনিস বলের সাইজের শিলাবৃষ্টি, অবিশ্বাস্য! ব্যাপক ক্ষতি

Hail Storm in Rajasthan: টেনিস বলের সাইজের শিলাবৃষ্টি, অবিশ্বাস্য! ব্যাপক ক্ষতি

বাংলার পাশাপাশি প্রচণ্ড দাবদাহে পুড়ছিল দেশের অন্যান্য প্রান্তও। একটু বৃষ্টির আশায় মুখিয়ে ছিলেন দেশবাসী। অবশেষে তাঁদের আকুতি যেন শুনলেন বরুণ দেব। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে দেশের আবহাওয়া দফতর। বেশ কিছু এলাকায় আবার ধুলোঝড়ের সতর্কতাও জারি হয়েছে। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে হাওয়া অফিসের রিপোর্টে। উত্তরপশ্চিম, মধ্য, পূর্ব ও দক্ষিণ ভারতের উপকূল এলাকায় এই মঙ্গলবার, 2 মে পর্যন্ত এই রকম প্রতিকূল আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে দিল্লির মৌসম ভবন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। উত্তর পশ্চিম ভারতের জম্মু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা পশ্চিম উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকায় এই প্রতিকূল আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কেরাইকাল, কেরালা ও মাহেতে পয়লা থেকে 3 মে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম রাজস্থানের একাংশে ধুলোঝড়ের সতর্কতা জারি হয়েছে 4 মে। পয়লা থেকে 4 মে পর্যন্ত দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। চলবে ঝোড়ো হওয়া, বজ্রপাত। রায়লসীমা, তামিলনাড়ু ও উপকূল অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে এই পয়লা থেকে 3 মে। তেলেঙ্গানার বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

Hailstorms hit Rajasthan village.

TAGS:
Advertisement