Advertisement

Modi Supporter: বিহার থেকে বারণসী, হনুমান সেজে মোদীর মনোনয়ন সমাবেশের পথে ভক্ত

যেখানেই মোদী সভা করেন সেখানে তিনি পৌঁছে যান হনুমান সেজে। বিহারের বেগুসরাই থেকে বারাণসীতে পৌঁছেছেন এই মোদী ভক্ত। তিনি বলেন, গরিবের মশীহা তিনি। তাঁর সব কাজই গরিবের জন্য। আমি সকলের কাছে তাঁকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি।

Advertisement
POST A COMMENT