লাশের জায়গায় পুতুল নিয়ে শ্মশানে পৌঁছল দিল্লির ব্যবসায়ী। দুজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ওই ব্যবসায়ী দাবি, দেনার দায়ে ঢুবে গিয়েছেন তিনি। বিমার টাকা হাতাতেই এই পরিকল্পনা।