Advertisement

Haridwar: মাঘী পূর্ণিমায় হরিদ্বারের গঙ্গায় পবিত্র স্নান ভক্তদের

মাঘী পূর্ণিমা উপলক্ষে বুধবার হরিদ্বারের গঙ্গায় প্রচুর ভক্ত স্নান করেন। প্রয়াগরাজ থেকে আসা বিনয় পান্ডে বলেছেন, "আমি প্রয়াগরাজে আগের সমস্ত 'শাহী স্নান' করেছিলাম, এবার আমি এখানে এসেছি। আমি ভাগ্যবান যে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। " অন্য একজন ভক্ত নীলম রাওয়াত বলেন, "যেমন আমরা জানি আজ 'মাঘ পূর্ণিমা'। আমরা আজ পবিত্র স্নান করি এবং আমি গঙ্গার কাছে প্রার্থনা করি যেন আমার আত্মা ও মনকে এখানকার মতো শুদ্ধ রাখতে হয় এবং আমার এই আধ্যাত্মিক যাত্রা অব্যাহত থাকে।"

Advertisement
POST A COMMENT