সংখ্যালঘু নীতিতে কি অবশেষে পরিবর্তন আসতে চলেছে BJP তে? Muslim ধর্মগুরুদের সঙ্গে সম্প্রতি বৈঠক করেন RSS Chief Mohan Bhagwat। বৃহস্পতিবার, Delhi র হরিয়ানা ভবনে এই বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন প্রায় ৫--৬০ জন মুসলিম ধর্মগুরু, Madrasa শিক্ষক ও ইমাম। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশানের আয়োজনে এই বৈঠকে হাজির ছিলেন মোহন ভাবগতও। সম্প্রীতির বাতাবরণ তৈরি করে যাবতীয় ভুল বোঝাবুঝি দূর করাই ছিল বৈঠকের লক্ষ্য। সংঘের তরফে নাকি জানানো হয়েছে, সমাজের প্রতিটি অংশের সঙঅগে নিয়মনিত আলোচনা চালিয়ে যাওয়াই লক্ষ্য। RSS সূত্রের খবর, মন্দির-মসজিদ কমিটির মধ্যে যোগাযোগ বাড়িয়ে সমাজে ঐক্য ও শান্তি ফেরানোর চেষ্টা চলছে। বৈঠক থেকে বেরিয়ে মুসলিম ধর্মগুরুরাও কিন্তু ইতিবাচক আলোচনারই ইঙ্গিত দিয়েছেন।
Has there been a change in BJP's minority policy