Advertisement

Heavy Rain and Landslide Video: ওয়েনাড থেকে জয়পুর, কুল্লু... ধ্বংসলীলার হাড়-হিম করা ৫ VIDEO

মৌসুমী বায়ু ধ্বংসলীলা চালানো শুরু করে দিয়েছে তামাম ভারতে। একদিকে যখন ওয়েনাডে ধস নেমে কয়েকশো মানুষের মৃত্যু, অন্যদিকে হিমাচলপ্রদেশ, জয়পুর, উত্তরাখণ্ডেও প্রকৃতির রোষে সব তছনছ অবস্থা। কোথাওনদী বিপদ সীমার উপরে বইছে, কোথাও মেঘ ভেঙে বৃষ্টির জেরে হড়পা বানে সব গিয়েছে ভেসে। কয়েকটি ভিডিও রইল। অবস্থা দেখলে গায়ে কাঁটা দেবে।

Advertisement
POST A COMMENT