শনিবার মানালি এবং চাম্বা সহ হিমাচল প্রদেশের কিছু এলাকায় প্রবল তুষারপাত হয়েছে। রাজধানী সিমলায় তুষারপাতের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এর আগে শুক্রবার রাজ্যে ভূমিধসের ঘটনা ঘটে। প্রায় ৫৮৩টি রাস্তা এবং পাঁচটি জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। টানা চতুর্থ দিনের মতো থেমে থেমে ভারী তুষারপাত এবং বৃষ্টিপাতের কারণে মহাসড়কগুলি বন্ধ রয়েছে। লাহুল ও স্পিতিতে ১৬৫টি, চাম্বায় ১২৫টি এবং কুল্লুতে ১১২টি রাস্তা বন্ধ রয়েছে। রাজ্য জরুরি অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী, রাজ্যে ২,২৬৩টি ট্রান্সফরমার এবং ২৭৯টি জল সরবরাহ প্রকল্প ব্যাহত হয়েছে।