Advertisement

Chardham Yatra: ভারী তুষারপাতের সম্ভাবনা, চারধাম যাত্রা একদিনের জন্য স্থগিত

কেদারনাথে ভারী তুষারপাতের সম্ভাবনা। সেই জন্য চারধাম যাত্রা একদিনের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার কোনও তীর্থযাত্রী কেদারনাথে যেতে পারবেন না। কেদারনাথের পরিস্থিতি খতিয়ে দেখতে কেদারনাথে পৌঁছেছেন রাজ্য পুলিশের মহাপরিচালক অশোক কুমার। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন গৌরীকুন্ড ও সোনপ্রয়াগের বাইরে কোনো যাত্রীকে যেতে না দিতে। ডিজিপি জানান, আবহাওয়া স্বাভাবিক হলেই যাত্রা শুরু করা হবে। ডিজিপির নির্দেশে মঙ্গলবার কেদারনাথগামী যাত্রীদের সোনপ্রয়াগে থামিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে হোটেল ও লজে থাকার জন্য যাত্রীদের অনুরোধ করেছে জেলা প্রশাসন।

Advertisement
POST A COMMENT