scorecardresearch
 

Snowfall at North Sikkim: সিকিমের লাচুংয়ে প্রবল তুষারপাত শুরু

Snowfall at North Sikkim: সিকিমের লাচুংয়ে প্রবল তুষারপাত শুরু

বছরের প্রথম তুষারপাত আগেই হয়ে গিয়েছে। তবে তা ছিল সামান্য আর তা ছিল লাচেনে। এবার সিকিমের উত্তর অংশে লাচুংয়ে প্রবল তুষারপাত আরম্ভ হল। বৃহস্পতিবার থেকেই লাচুংয়ে ভারী তুষারপাত শুরু হয়েছে। এখনও পর্যন্ত তা বিপদসীমা লঙ্ঘন করেনি। আর ফলে পর্যটকরা চুটিয়ে আনন্দ নিচ্ছেন তুষারপাতের। নরম পেঁজা তুলোর মত সাদা বরফকুচি নেমে আসছে আকাশ থেকে। এই তো স্বর্গ।

Snowfall Started at North Sikkim