Advertisement

Kedarnath Helicopter Landing: কেদারনাথে ল্যান্ড করতে গিয়ে টালমাটাল হেলিকপ্টার, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

শুক্রবার ভোরে উত্তরাখণ্ডের কেদারনাথে প্রযুক্তিগত ত্রুটির কারণে সাতজন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। হেলিকপ্টারটি যেখানে ল্যান্ড করার কথা সেখানে ল্যান্ড করতে পারেনি। অনেকখানি নিচে গিয়ে হেলিকপ্টারটি ল্যান্ড করে। হেলিকপ্টারটি হিমালয় মন্দিরের হেলিপ্যাড থেকে কয়েক মিটার দূরে অবতরণ করেছে, একজন কর্মকর্তা জানিয়েছেন। হেলিকপ্টারটিতে পাইলটসহ সাতজন ছিলেন এবং সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

Advertisement
POST A COMMENT