scorecardresearch
 

Elephants on Farmland: খাবারের সন্ধানে চাষের জমিতে বন্য হাতির দল, রেগে গিয়ে করল তাড়া

Elephants on Farmland: খাবারের সন্ধানে চাষের জমিতে বন্য হাতির দল, রেগে গিয়ে করল তাড়া

অসমের খাবারের সন্ধানে জঙ্গল থেকে ফসলের ক্ষেতে হামলা চালায় হাতির দল। জানা গেছে ওই দলে প্রায় ৪০ টি হাতি আছে। অসমের গোয়ালপাড়ার রংজুলিতে এই হাতির দলটি এসেছে। প্রচুর ধান নষ্ট করেছে তারা। স্থানীয় গ্রামবাসীরা তাদের তাড়ানোর চেষ্টা করে। এরই মধ্যে একটি হাতি রেগে গিয়ে উল্টে বাসিন্দাদের তাড়া করে। দেখুন সেই ভিডিও।

Herds of wild elephants on farmland in search of food in Assam