Advertisement

Asaduddin Owaisi: 'মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো চলবে না,Hijab পরা মেয়েই Indiaর প্রধানমন্ত্রী হবে'

আমার স্বপ্ন এমন একদিন আসবে যখন একজন Hijab পরা কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবে। বিস্ফোরক মন্তব্য Muslim নেতার। তিনি বলছেন হিজাব পরা কন্যা দেশের একদিন প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে। দেশ ধর্ম নিরপেক্ষ হলেও এর রন্ধ্রে রন্ধ্রে ধর্মীয় বিভাজনের বীজ বোনার চেষ্টা চালাচ্ছে BJP, বিরোধীদের এই অভিযোগ নতুন নয়। বিগত বছরে দেশজুড়ে হিজাব নিয়ে চলা বিতর্কের আঁচ গোটা দেশ জুড়ে ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে দেখা গিয়েছিল। এই প্রেক্ষিতে AIMIM দলের প্রধান Asaduddin Owaisi Maharashtra র Solapur র এক সভায় বক্তব্য রাখতে উঠে বলেন- Pakistan র সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে শুধুমাত্র একটি ধর্মের ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। বাবা সাহেবের সংবিধানে বলা আছে যে ভারতের যেকোনো নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মেয়র হতে পারেন। আমার স্বপ্ন এমন একদিন আসবে যখন একজন হিজাব পরা কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন।

Hijab wearing girl will be the prime minister one day

Advertisement