Advertisement

Cloudburst: লাহৌল ও স্পিতিতে মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গেছে ২টি সেতু, দেখুন VIDEO

হিমাচল প্রদেশের লাহৌল ও স্পিতিতে মেঘ বিস্ফোরণে ২টি সেতু ভেসে গেছে। ২রা আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মেঘ বিস্ফোরণ ঘটে, এতে একটি বেইলি ব্রিজ এবং নতুনভাবে নির্মিত ব্রিজ ভেসে যায়...বিআরও কাজ করছে এই ব্রিজ ঠিক করার জন্য। ২ থেকে ৩ দিনের মধ্যে পথ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে তারা। এমন কি ২ থেকে ৩ দিনের মধ্যে একটি নতুন সেতু তৈরি করা হবে।

Advertisement
POST A COMMENT