Advertisement

Shimla snowfall: সিমলার নারকান্দা শহরে নতুন করে তুষারপাত, সাদা চাদরে ঢেকে রাস্তা

হিমাচল প্রদেশের সিমলাতে নতুন তুষারপাত হয়েছে। সিমলার নারকান্দা শহরের রাস্তাগুলো বরফের চাদরে ঢেকে গেছে। স্থানীয় আবহাওয়া দফতর সিমলা শহরে তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল। এদিকে তুষারপাতের পরে সিমলা ও শহরতলির হোটেলগুলিতে পর্যটকদের ঢল নামবে বলে মনে করছে হোটেল ব্যবসায়ীরা। তুষারপাতের পূর্বাভাস অনুসরণ করে, সিমলার জেলা প্রশাসক আদিত্য নেগি স্বাভাবিক পরিষেবাগুলি যাতে প্রভাবিত না হয় তা নিশ্চিত করার জন্য সমস্ত লাইন বিভাগকে নির্দেশ জারি করেছেন।

Narkanda town in Shimla district received fresh snowfall

Advertisement
POST A COMMENT