'ওরা খালি জিজ্ঞেস করেছিল, তুমি হিন্দু? কারওর কাছে জানতে চাওয়া হয়নি, তুমি এসসি, এসটি না ওবিসি?', পহেলগাঁও হামলা নিয়ে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তাঁর কথায়,'এরা হিন্দুদের ধর্মের চোখেই দেখে। হিন্দুদের এক থাকতে হবে। তাহলেই হিন্দুরা নিরাপদে থাকবে'।