Advertisement

Hindu Kush Mountain : শুকিয়ে যাচ্ছে নদীর উৎস, ধ্বংসের মুখে হিন্দুকুশের বাস্তু

বড়সড় বিপদের মুখে হিন্দুকুশ পর্বতমালা। হিমবাহ নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনকে এর প্রধান কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। পরিবেশগত পতনের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। আইসিআইএমওডি-র ডেপুটি ডিরেক্টর কথায়, আমরা হিসেব কষে দেখেছি, উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা যদি আরও 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তা হলে শুধুই হিন্দুকুশ হিমালয়ের তাপমাত্রা বাড়বে 0.3 ডিগ্রি সেলসিয়াস। আর তাতে উত্তর-পশ্চিম হিমালয় আর কারকোরাম পর্বতমালার তাপমাত্রা বাড়বে 0.7 ডিগ্রি সেলসিয়াস।

Hindu Kush Mountain Major Ecological Disaster Scientists Are Worried

Advertisement