বড়সড় বিপদের মুখে হিন্দুকুশ পর্বতমালা। হিমবাহ নিয়ে উদ্বেগজনক তথ্য দিলেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনকে এর প্রধান কারণ বলে মনে করছেন বিজ্ঞানীরা। পরিবেশগত পতনের অন্যতম কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। আইসিআইএমওডি-র ডেপুটি ডিরেক্টর কথায়, আমরা হিসেব কষে দেখেছি, উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা যদি আরও 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ে, তা হলে শুধুই হিন্দুকুশ হিমালয়ের তাপমাত্রা বাড়বে 0.3 ডিগ্রি সেলসিয়াস। আর তাতে উত্তর-পশ্চিম হিমালয় আর কারকোরাম পর্বতমালার তাপমাত্রা বাড়বে 0.7 ডিগ্রি সেলসিয়াস।
Hindu Kush Mountain Major Ecological Disaster Scientists Are Worried