Advertisement

Taj Mahal: পাথর নয়, সোনমার্গে বরফ দিয়ে তাজমহল বানালেন এরা

আগ্রার তাজমহল বরফ দিয়ে বানালেন তিন শিল্পী। শ্রীনগরের তিনজন কারিগর সোনমার্গে আগ্রার তাজমহলের আদলে ইগলু তৈরি করলেন। পর্যটন বিভাগের সহায়তায় কারিগররা তাজের আদলে ৩৪ ফুট চওড়া ও ২৫ ফুট লম্বা ইগলু তৈরি করেন। এই উদ্যোগটি সোনমার্গ হোটেলিয়ার অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় করা হয়েছে। শীত ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও হাল ছাড়েননি কারিগররা। তারা বলে যে কাঠামোটির কাজ করার জন্য তাদের প্রায়শই বুক-উচ্চ বরফের মধ্য দিয়ে যেতে হয়েছিল। এই কাজটি সম্পূর্ণ হতে দুই সপ্তাহের বেশি সময় লাগে।

Advertisement
POST A COMMENT