Advertisement

Bamboo Headphone: আইআইটি-র ছাত্র বাঁশ দিয়ে বানালেন হেডফোন, নাম দিলেন "বাম্বাস"

আইআইটি বম্বে স্নাতক আকাংশ চতুর্বেদী বাঁশ দিয়ে হেডফোন তৈরি করে তাক লাগালেন সবাইকে। তিনি এই হেডফোনের নাম দিয়েছেন "বাম্বাস।" আইআইটি বম্বেতে তার আইডিসি কোর্স চলাকালীন একটি প্রোজেক্ট এর জন্য বাঁশের হেডফোনগুলি তৈরি করেছিলেন তিনি।

Advertisement
POST A COMMENT