Advertisement

PM Modi Rally: মোদির 56 ইঞ্চি ছাতির হুঙ্কার! শত্রুরা 'পাতালে লুকিয়ে থাকলেও Missile পুঁতে দেবে'

Pahalgam Incident র পর Operation Sindoor চালায় India। আর সেই অপারেশন সিন্দুরের পর India ও Pakistan র মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। সেই সমস্ত হামলা বারেবারেই প্রতিহত করে ভারত। আবার পালটা ভারতের প্রত্যাঘাতে, নাজেহাল হয়ে যায় পাকিস্তান। রীতিমতো ভারতের কাছে যুদ্ধ থামানোর কাকুতিমিনতি করে তারা। পরবর্তীতে দুই দেশের আলোচনার মধ্যে দিয়ে যুদ্ধ থামে। তবে ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের যে ল্যাজেগোবরে অবস্থা হয় তা আর নতুন করে বলার কিছু নেই। Prime Minister Narendra Modi র কথায় তা আরও একবার উঠে এল। বিহারে একটি সভায় বক্তব্য রাখার সময় মোদি বলেন, আপনাদের নিশ্চয় মনে আছে, পাকিস্তান আমাদের উপরে Drone Attack চালাচ্ছিল। মিসাইল মারছিল। আর ভারত পাকিস্তানের মিসাইলকে আকাশেই খড়কুটোর মতো উড়িয়ে দেয়। পাকিস্তানের একটি মিসাইলও আমাদের ক্ষতি করতে পারেনি। অপারেশন সিন্দুর ভারতে প্রতিরক্ষা নীতির নতুন রেখা টেনে দিয়েছে। এখন আর জিহাদি পাঠিয়ে হামলা চালিয়ে কেউ রক্ষা পাবে না। জিহাদিরা পাতালে লুকিয়ে পড়লেও ভারতের মিসাইল তাদের পুঁতে দেবে। শুনুন কী বললেন নরেন্দ্র মোদি।

Advertisement