Advertisement

Independence Day 2023: মাথায় রাজস্থানী পাগড়ি, লালকেল্লা থেকে ৭৭তম স্বাধীনতা দিবস পালন মোদীর

আজ, ১৫ অগাস্ট ২০২৩, দেশ ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী মোদী তার শক্তিশালী বক্তৃতার পাশাপাশি তার পোশাক এবং পাগড়ি দিয়ে প্রতিবারই দেশবাসীর মন জয় করেন। এবার রাজস্থানের বিশেষ বাঁধনি ডিজাইনের পাগড়ি পরেছেন প্রধানমন্ত্রী মোদী। যা লাল, হলুদ, সবুজসহ অনেক রঙের। পিএম মোদী একটি পয়েন্ট কলার সহ একটি রঙিন পাগড়ি এবং কাফের সঙ্গে  সাদা কুর্তা, চুড়িদার পায়জামা এবং কালো ভি গলার জ্যাকেট পরেন। ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী মোদীর পাগড়ি বা সাফা প্রতিবারই খবরে থেকেছে।

Advertisement
POST A COMMENT