Advertisement

Independence Day-Red Fort: লাল কেল্লায় বিভিন্ন সশস্ত্র বাহিনীর ফুল ড্রেস রিহার্সাল, দেখুন VIDEO

৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের আগে রবিবার লাল কেল্লায় বিভিন্ন সশস্ত্র বাহিনীর ফুল ড্রেস রিহার্সাল অনুষ্ঠিত হয়। এর জন্য দিল্লির বিভিন্ন রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। আটটি রাস্তা - নেতাজি সুভাষ মার্গ, লোথিয়ান রোড, এসপি মুখার্জি মার্গ, চাঁদনি চক রোড, নিষাদ রাজ মার্গ, এসপ্ল্যানেড রোড এবং এর লিঙ্ক রোড, রাজঘাট থেকে আইএসবিটি পর্যন্ত রিং রোড এবং আইএসবিটি থেকে আইপি ফ্লাইওভার পর্যন্ত আউটার রিং রোড - এর জন্য বন্ধ থাকে।

Advertisement
POST A COMMENT