পহেলগাঁও হামলায় বেছে বেছে হিন্দুদের ওপর হামলার ঘটনায় প্রত্যাঘাত ভারতের। ১৫ দিন পর পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালাল ভারত। 'অপারেশন সিঁদুর'-এ গুঁড়িয়ে গেল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। দেশের ২৬টি মেয়ের সিঁদুরের বদলা নিতেই অপারেশন ভারতের। বিয়ের দু'মাসের মধ্যেই পহেলগাঁও হামলায় স্বামী শুভম দ্বিবেদীকে হারান স্ত্রী ঐশ্বনিয়া। 'অপারেশন সিঁদুর' নিয়ে এল তাঁর প্রথম প্রতিক্রিয়া। বললেন, "আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। এটাই আসল শ্রদ্ধাঞ্জলি। শুভম আজ যেখানেই থাকুক না কেন, ও শান্তি পেয়েছে। সন্ত্রাসবাদীরা যেভাবে আমাদের সিঁদুর মুছে দিয়েছে, এটি তার উপযুক্ত জবাব। এই অভিযানের নাম শোনার সঙ্আগে সঙ্গে চোখে জল এসে গেল। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সরকারকে ধন্যবাদ জানাই।"