Advertisement

Bihar CM Nitish Kumar: 'আমি সাংবাদিকদের পক্ষে', I.N.D.I.A-এর সাংবাদিক বয়কট প্রসঙ্গে নীতীশ

বেশ কয়েকজন সাংবাদিককে বয়কট করার কথা ঘোষণা করেছে I.N.D.I.A। সেই প্রসঙ্গে মুখ খুললেন নীতীশ কুমার। তিনি বললেন, 'আমার এই সিদ্ধান্ত নিয়ে কিছু জানা নেই। আমি সাংবাদিকদের সমর্থক। প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে। সাংবাদিকদেরও। তাদের কি নিয়ন্ত্রণ করা উচিত? কোনওদিন এমন হয়েছে? তাঁদের যেটা মনে হয় লিখতে পারেন। আমি সাংবাদিকদের সংর্থক।'

Advertisement
POST A COMMENT