Advertisement

SIR-এর বিরুদ্ধে দিল্লির রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কারা, ব্যারিকেডের উপরে উঠলেন মহুয়ারা; VIDEO

SIR নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল INDIA জোট। দিল্লির রাজপথে বিরোধী সাংসদরা নামতেই তোলপাড় রাজধানীতে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মহুয়া মৈত্র, সুস্মিতা দেব, অখিলেশ যাদবরা নির্বাচন কমিশন দফতরের দিকে এগোতে শুরু করেন। তাঁদের আটকাতে বিরাট ব্যারিকেড দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু দেখা গেল সেই ব্যারিকেডের উপর উঠে পড়লেন অখিলেশ, মহুয়ারা। তারপরই এক এক করে রাহুল, প্রিয়াঙ্কা সহ সকলকে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। জানা গিয়েছে, বিরোধী সাংসদদের আটক করে সংসদ মার্গ থানায় নিয়ে যাওয়া হয়।

Advertisement
POST A COMMENT