Advertisement

India China: সীমান্তে বন্ধু China র সঙ্গে গোপনে বড় প্ল্যান India র?Army Chief র কথায় Pakistan এ লম্বা যুদ্ধ

ভারতের সঙ্গে চিনের সম্পর্ক অনেকটাই ভাল হয়েছে। ২০২৪-এর অক্টোবরের পর থেকে প্রতিবেশী চিনের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সোমবার, ১৭ নভেম্বর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জানান, সীমান্ত নিয়ে যত আলোচনা হবে ততই উন্নতি হবে দুই দেশের। রাজনৈতিক দিশা স্পষ্ট হলে সবস্তরেই সুবিধা হয়। ভারতের সেনা প্রধান জানান, ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী চিনের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে মিটিং করেছেন। দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা-সহ অন্য বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এরপর থেকেই পরিস্থিতি বদলেছে। আগে দুই দেশের সেনার শীর্ষস্তরে আলোচনা হত। কিন্তু এখন সেনার গ্রাউন্ড লেভেলেও আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে চিনের সঙ্গে আলোচনায়। যার ফলে যে সমস্যাগুলি নীচুস্তরে আঅলোচনা করলে মিটে যায়, সেগুলি মিটে যাচ্ছে সহজেই। সেনাপ্রধান বলেন, এখন চিনের সেনাকে কোনও বেআইনি নির্মাণ নিয়ে বুঝিয়ে বললে তারা বুঝছে। সেই নির্মাণ সরিয়ে দিচ্ছে তারা। কিন্তু একদম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সেনার শীর্ষস্তরেই নেওয়া হয়। কী বলেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শুনব।

India China border talks improve relations after October 2024

Advertisement