ডেমচোক এবং ডেপসাং-এ 2020 সালের এপ্রিল মাস নাগাদ যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ফিরে যেতে ভারত চিনকে চাপে রেখেছিল। চাপ দেওয়া হয় যাতে সম্পূর্ণভাবে সেনা সরিয়ে নেয় চিন। ভারতের তরফে কূটনৈতিক চাপ এই অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই স্যাটেলাইট ইমেজ সামনে এসেছে। সেই স্যালেলাইট ইমেজগুলিতে দেখা যাচ্ছিল অগ্রগতির বিষয়টি। চলতি সপ্তাহের ছবি গুলিতে দেখা গিয়েছে প্রায় 80-90 শতাংশ ট্রুপ সেনা সরানোর কাজ সম্পন্ন হয়েছে।
India China Disengagement