ভারতের সঙ্গে সংঘাত অতীত। এবার চিনের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখতে আরও একধাপ এগোলো। মানে বলা যেতেই পারে মোদির কাছে রীতিমতো কোনঠাসা জিংপিংয়ের দেশ। সূত্রের খবর, ভারত-চিন সীমান্ত থেকে থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নিয়েছে দুই দেশ। আরও বিবিন্ন পদ্ধতি চলছে। আর এরপরেই দীপাবলিতে সীমান্তে মিষ্টি বিলি করা হল। ভারতীয় সেনার তরফে এই পদক্ষেপ নেওয়া হয়। তবে কিছুদিন পরেই শুরু হবে স্বাভাবিক নজরদারি।
India China Disengagement