Advertisement

'We did it'! নাম না-করে Donald Trump কে যে ভাবে চ্যালেঞ্জ ছুড়ল India-Europe, VIDEO

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (EU) মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে গেল। মঙ্গলবার ঘোষণা করলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন। তিনি এই চুক্তিকে আখ্যা দেন “মাদার অফ অল ডিলস” বা সব চুক্তির মধ্যে সবচেয়ে বড় চুক্তি হিসেবে। উরসুলা ফন ডার লেয়েন বলেন, এই চুক্তির মাধ্যমে ভারত ও ইউরোপ একসঙ্গে প্রায় দুই বিলিয়ন মানুষের জন্য একটি মুক্ত বাণিজ্য অঞ্চল তৈরি করল। এর ফলে দুই পক্ষই অর্থনৈতিকভাবে লাভবান হবে। পণ্য রফতানি-আমদানি সহজ হবে, ব্যবসায়িক শুল্ক কমবে এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে। ভারতীয় পণ্যের জন্য ইউরোপের বাজার আরও খুলে যাবে, একইভাবে ইউরোপীয় সংস্থাগুলিও ভারতের বাজারে বেশি সুযোগ পাবে। তিনি আরও বলেন, এই চুক্তি এখানেই শেষ নয়। এটি কেবল একটি সূচনা। ভবিষ্যতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে। বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তি, সবুজ শক্তি, শিল্প ও নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

European Commission Ursula von der Leyen Reaction On India EU Trade Deal

Advertisement
POST A COMMENT