Advertisement

India USA: ভারত-China-Russia মিলে গেলেই Donald Trump র 'গুন্ডাগিরি' সুর সুর করে লাইনে আসবে!

রাশিয়ার থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনার মাশুল দিতে হয়েছে ভারতকে। দুদফায় ভারতীয় পণ্যের উপর মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছেন তিনি। এবার এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন বাবা রামদেব। হরিদ্বারে ৭৯-তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রামদেব বলেন, ভারত-চিন ও রাশিয়া একজোট হয়ে শীঘ্রই আমেরিকার 'রাজনৈতিক ও অর্থনৈতিক গুন্ডাগিরি'-র অবসান ঘটাবে।

India faces US tariffs and Ramdev's critique of Trump

Advertisement