নেটোয় ভারতকে ঢোকানোর আহ্বান জানানো হল। পরোক্ষ ভাবে আমেরিকার নিয়ন্ত্রণে থাকা এই সংগঠন থেকে ভারতকে নেটোয় যোগদানের জন্য আহ্বান করা হয়েছে। আমেরিকার সঙ্গে ভারত বরাবরই সুসম্পর্ক বজায় রেখে চলে আসছে। তবে আনুষ্ঠানিক ভাবে নেটোয় যোগ দিয়ে তারা মিত্রতাকে খাতায়কলমে স্বীকৃতি এখনও দেয়নি নিউদিল্লি। তবে বলা বাহুল্য ভারত বরাবরই বৈদেশিক নীতির ক্ষেত্রে যথেষ্ট সজাগ। সব দেশের সঙ্গেই তালমিলিয়ে চলার ক্ষেত্রে পরিপন্থি। কোন দেশের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তা ভারত বেশ ভালোই জানে। বিশ্ব রাজনীতিতে শক্তিশালী দেশগুলির সঙ্গে ভারত সাধারণত সম্পর্কের ভারসাম্য বজায় রেখে চলে। আমেরিকার সঙ্গে মিত্রতায় আনুষ্ঠানিক স্বীকৃতি দিলে আমেরিকা বিরোধী দেশগুলির সঙ্গে তার সম্পর্ক তিক্ত হতে পারে।
India Invitation in NATO