পহেলগামে জিহাদি হামলার পর Indian Army র পরাক্রমকে কার্যত কুর্নিশ জানিয়েছিল প্রায় সবকটি দেশই। প্রায় সবকটি দেশ বললাম কারণ, যে সমস্ত দেশগুলি Pakistan র জিহাদি কার্যকলাপকে সমর্থন করে তারা ব্যাতীত প্রায় সবকটি দেশই জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে ভারতীয় সেনার এই অপারেশনকে সমর্থনই করেছিল। পাকিস্তানের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত China ও Turkey খালি এই অপারেশন নিয়ে কোনও মন্তব্য করেনি। কারণ প্রত্যক্ষভাবে Operation Sindoor র সময় পাকিস্তানকে সাহায্য করেছিল এই চিন ও তুরস্ক। কিন্তু অপারেশন সিন্দুর শেষ হয়ে যায়নি। ভারত পরিষ্কার জানিয়েছিল, পাকিস্তান যদি ফের ভারতের বিরুদ্ধে জিহাদি কার্যকলাপকে মদত দেয় তাহলে আবার পাকিস্তানে ঢুকে হামলা চালাতে কোনও কসুর করবে না ভারত। এই পরিস্থিতিতে ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী সেনা কোন দেশের রয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তান প্রথম দশ থেকে নেমে গিয়েছে।
India ranks fourth among the world's strongest armies in 2025