scorecardresearch
 
Advertisement

ISRO Gaganyaan Mission: ভারতের চার মহাকাশচারীকে চিনুন, রাশিয়ায় ট্রেনিং পাওয়া দুঃসাহসী পাইলট এরা

ISRO Gaganyaan Mission: ভারতের চার মহাকাশচারীকে চিনুন, রাশিয়ায় ট্রেনিং পাওয়া দুঃসাহসী পাইলট এরা

গগনযানে চড়ে কোন চার ভারতীয় নভোশ্চর মহাকাশে পাড়ি দেবেন তা জানিয়ে দিল মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এই চার মহাকাশচারীকে বিশেষ ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টারে এই ঘোষণা হয়। ইসরো সূত্রে জানা গিয়েছে, ভারতীয় বিজ্ঞানীদের তৈরি ‘গগনযান’-এ মহাকাশ পাড়ি দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভাংশু শুক্লা। প্রসঙ্গত, এঁরা দেশের সব ধরনের ফাইটার জেটই উড়িয়েছেন।

ISRO Gaganyaan Mission

Advertisement