নয়া প্রজন্মের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমের সফল পরীক্ষা চালাল ডিআরডিও। গত মে মাসে অপারেশন সিঁদুরে ব্যবহৃত আকাশ ডিফেন্স সিস্টেমের উন্নত সংস্করণ এই আকাশ-এনজি। নয়া আকাশ এনজি ৭০ থেকে ৮০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইলের গতিবেগ ঘণ্টায় ২৫০০ কিলোমিটার। এই মিসাইল সিস্টেমে থাকা দেশীয় 'আরএফ সিকার' ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত ৬৪টি লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে। ২০ মিনিটের মধ্যে এই মিসাইল সিস্টেমকে মোতায়েন করা যায়।