Advertisement

India Today Conclave 2023: শীর্ষ পদগুলিতে একটা সম্প্রদায়ের প্রতিনিধি কম, তারা পিছিয়ে রয়েছে এখনও: শশী থারুর

ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩ শুরু হল শুক্রবার। কনক্লেভের প্রথম দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। তিনি বলেন, ভারত বলতে নানা ধারণা রয়েছে। প্রাচীন ভারত, বৈদিক ভারত আবার। তবে ধর্ম কখনও দেশের পরিচয় হতে পারে? ৭৫ বছর ধরে একটি সম্প্রদায়কে তোষণের অভিযোগ তোলা হয়। কিন্তু এটাও দেখতে হবে সেই সম্প্রদায়ের লোকেরা পিছিয়ে রয়েছে। শীর্ষ পদগুলিতে তাঁরা নেই, বললেন শশী থারুর।

Advertisement
POST A COMMENT