scorecardresearch
 

India Today Conclave 2023: অযোধ্যা বা রাফাল রায়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই: প্রাক্তন প্রধান বিচারপতি বোবদে

India Today Conclave 2023: অযোধ্যা বা রাফাল রায়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই: প্রাক্তন প্রধান বিচারপতি বোবদে

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি বোবদে বললেন, 'সমস্যা তৈরি হচ্ছে কিছু মানুষের কিছু কর্তব্য জ্ঞানহীন মন্তব্য থেকে। আসলে এই পদে কোনও মুকুট থাকে না মাথায়। আমি বলব, রাজনীতির তকমা যেকোনও কিছুকে দেওয়া যায়। রাফাল রায়, অযোধ্যা রায়ের সঙ্গে কোনও রাজনীতি জড়িত নেই। অযোধ্যা মামলাটি চলছি স্বাধীনতা আগে থেকে। আমরা রাজনীতিতে জড়িত থাকি না। আমাদের কাছে মামলা আসে। এর মধ্যে কীসের রাজনীতি?'

Former CJI SA Bobde At India Today Conclave 2023