scorecardresearch
 

Narendra Modi at India Today Conclave: বর্তমান সময়, ভারতের সময়, বললেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi at India Today Conclave: বর্তমান সময়, ভারতের সময়, বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ইন্ডিয়া টুডে কনক্লেভের সবাইকে আমার নমস্কার। দেশ বিদেশ থেকে যে দর্শকরা ডিজিটাল মাধ্যমে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, তাঁদেরও নমস্কার। আজ দুনিয়ার তাবড় অর্থনীতিবিদ, চিন্তাবিদরা বলেন, বর্তমান সময়, ভারতের সময়। কিন্তু যখন ইন্ডিয়া টুডে গ্রুপ যখন এটা বলে, তখন তা স্পেশাল। যদিও আমি ২০ মাস আগে লালকেল্লা থেকে বলেছিলাম, এটাই সময়। সঠিক সময়।