বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে রাজনৈতিক পারদ তুঙ্গে। প্রস্তুতিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। India Today Conclave 2024 আজ অর্থাত্ বুধবার থেকে মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে (হোটেল) শুরু হয়েছে। সেশনে সঙ্ঘের সর্বভারতীয় প্রচারের প্রধান সুনীল আম্বেকর অকপটে অনেক প্রশ্নের উত্তর দিলেন। এ সময় আরএসএস-এর ভিশন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আরএসএস একটি সামাজিক সংগঠন হিসেবে দেশের উন্নয়নে কাজ করে। সংগঠনের আদর্শ ছিল কেউ কারও ওপর নির্ভরশীল নয়। আমরা এখন পর্যন্ত যে কাজই করেছি, সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন প্রস্তুত হয় এবং এগিয়ে আসে সেদিকে লক্ষ্য রেখেই করেছি। এ জন্য আমরা নেটওয়ার্ক তৈরির কাজ করেছি। এর পিছনে পরিকল্পনা হল, আগামী সময়ে ভারত এমন হোক যাতে কারও ওপর নির্ভর করতে না হয়। কাউকে দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হবে না।