'চিনকে কোনওভাবেই ভরসা করা যায় না'। ইন্ডিয়া টুডে কনক্লেভে এসে সাফ জানালেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাঁর কথায়,'যুদ্ধ দেশের স্বার্থের পরিপন্থী। তবে সে রকম পরিস্থিতি তৈরি হলে ভারতীয় সেনা যোগ্য জবাব দিতে সক্ষম'।