ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৫-এ SIR-এর সপক্ষে সওয়াল করলেন ৩ প্রাক্তন নির্বাচন কমিশনার। তবে বিহারে SIR-এর সময় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। ৩ কমিশনারেরই বক্তব্য, 'নির্বাচনের আগে এই সমীক্ষা করা উচিত নয়। এত ভুল থাকবেই।' মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ওপি রাওয়াত এবং নির্বাচন কমিশনার অশোক লাভাসা দাবি করেন ভারতের বেশিরভাগ নির্বাচনই সুষ্ঠু এবং অবাধ। 'ভোট চুরি'-র মতো অভিযোগগুলি প্রত্যেক রাজনৈতিক দলের সময়েই ওঠে