উরি, বারামুল্লায় স্থানীয় গোহল্লান গ্রামেপ বাসিন্দাদের সঙ্গে দীপাবলি পালন করলেন ভারতীয় সেনার জওয়ানরা। LoC-র কাছে আলোর উৎসবে মেতে উঠলেন ভারতীয় সেনার বালনই ব্যাটেলিয়নের কৃষ্ণা ঘাঁটি ব্রিগেডের জওয়ানরা। বাজি ফাটিয়ে সেলিব্রেট করলেন দীপাবলি উৎসব।